Email: info@uehrf.org

আমরা ফুটপাতের পোলা!

ওদের চাহিদা বেশি নয়! একমুঠো ডাল ভাতেই পেট ভরে।
আমাদের সন্তানদের মত দামি খেলনার জন্য বায়না ধরে না,
চাইনিজ বা দামি পেষ্টি শপের পেষ্টিও খেতে চায় না।
ওরা চায় একটুখানি ভালোবাসা! একটুখানি সহানুভূতি! একটুখানি মমতা!
বিশ্বাস করুন বা নাই করুন, ওদেরকে একটু অাদর দিয়ে দেখুন
কিযে স্বর্গীয় অনুভূতি! তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
ওরে যখন গলা জড়িয়ে ধরে অনেক অনেক কথা বলে তখন দু’চোখ বেঁয়ে অশ্রু গড়িয়ে পরে আমার।
চোখে চশমা থাকার কারনে ওরা বা আমাদের সাথের কেউ সেটা টের পায় না।
আজও কেঁদেছি ওদের একজনের কথা শুনে, ওরা যখন খাচ্ছিলো আমি তখন ভিডিও করছিলাম
আর খাবার তদারকি করছিলাম। হঠাৎ করে একজন বলে উঠলো:
আমরা ফুটপাতের পোলা!
কষ্টে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো আমার, আমি বললাম:
তোরা কিসের ফুটপাতের পোলা!? তোরা আমার পোলা!
সত্যি ওদের সবাইকে মনে হয় আমারই সন্তান!
আহা! ওদের সবাইকে যদি আমার বাসায় এনে রাখতে, পারতাম, আদর করতে পারতাম!
খেলা করতে পারতাম! লেখাপড়া করাতে পারতাম।
ওদের ডাল ভাত জরুরী নয়, খুব বেশি জরুরী স্নেহ মমতায় ভরা একটুখানি আশ্রয়!
কিন্তু আমরা কি সেটা দিতে পারবো???


প্রিয় পথশিশুদের জন্য অত্র সংগঠনের একজন কার্য নির্বাহী সদস্যের হাহাকার!